July 2022 Term Thesis (updated 21.05.2023)

==================== 21 May 2023 ====================

Project List and Session Details Updated PDF

 

 

==================== 19 May 20223 ====================

Notice for Session Details PDF

Rules and Guidelines PDF

Two amendments to the notice

1. Students carrying out thesis in group shall submit supervisor’s copy to the office. This one will be returned after presentation.

2. Students carrying out thesis in group shall prepare slides independently. No need to present same slides.

==================== 15 May 20223 ====================

Notices will be added soon.

Draft Notice

১. লেভেল
৪ টার্ম ২ এর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে
যে, আগামী ২১ মে ২০২৩ তারিখ
রবিবার সকাল ১০.০০ টায় তাদের প্রজেক্টের ফাইনাল প্রেজেন্টেশন তিনটি সেশনে অনুষ্ঠিত হবে।

২. ২১ মে ২০২৩ তারিখে সকাল ৯.৩০ টার মধ্যে এমএমই বুকলেটে উল্লেখিত থিসিস লেখার ফরম্যাট অনুসরণ করে
প্রস্তুতকৃত প্রজেক্ট/থিসিসের একটি হালকা নীল রঙের
হার্ড বাইন্ডিংকৃত
(স্যাম্পল সংযুক্ত) কপি সুপারভাইজরের স্বাক্ষরসহ বিভাগীয় অফিসে জমা দিতে হবে। এছাড়া একটি কপি সংশ্লিষ্ট সুপারভাইজরের নিকট জমা দিতে হবে। থিসিস
কপি গ্রুপ হিসেবে দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে আলাদাভাবে জমা দিতে হবে না।

৩. প্রেজেন্টেশনের সফট কপি
সিডি অথবা পেন ড্রাইভে করে ২১ মে ২০২৩ তারিখে সকাল ৯.৩০ টার মধ্যে সহকারী
অধ্যাপক জনাব মনিরুজ্জামান জামাল -এর নিকট জমা দিতে হবে। File Name হতে হবে সেশন নাম্বার ও প্রজেক্ট নাম্বার মিলিতভাবে (সেশন ও প্রজেক্ট নাম্বার জানিয়ে দেয়া হবে)। শুধুমাত্র এম এস অফিস ২০০৭ বা ২০০৩ ফাইল ফরম্যাট
গ্রহণযোগ্য। ফাইল নামের উদাহরণঃ S1-01.ppt (এখানে S1 হচ্ছে সেশন ০১ এবং 01 হচ্ছে প্রজেক্ট নাম্বার)।

৪. প্রতি প্রজেন্টেশনের জন্য ৮ মিনিট ও প্রশ্নোত্তর পর্বের জন্য ২ মিনিট বরাদ্দ
থাকবে।

৫. গ্রুপে থিসিস করা প্রত্যেক শিক্ষার্থীকে তার সেশনে পূর্ণ ৮ মিনিট
প্রেজেন্টেশন প্রদান করতে হবে, যেখানে গ্রুপের সম্পূর্ণ কাজ তাকে তুলে ধরতে হবে। গ্রুপের
প্রেজেন্টেশনের ডিজাইন ভিন্ন হতে পারে, কিন্তু কনটেন্ট একই হতে হবে।

৬. শিক্ষার্থীদের জমা দেয়ার সময় ঠিকমতো মেনে চলার জন্য বলা হচ্ছে। তারা নিজেদের পেন ড্রাইভ বা সিডি থেকে প্রেজেন্টেশন ফাইল Run করতে পারবে না।

৭. Session এর বিস্তারিত সময়সূচী অবিলম্বে জানিয়ে দেয়া হবে। Session শেষ না হওয়া পর্যন্ত উপস্থিতি বাধ্যতামূলক।